রাঙামাটিতে স্বাস্থ্যকর্মীসহ আরো ৩ জনের করোনা শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০, ০৯:৫১ এএম

পার্বত্য জেলা রাঙামাটিতে এক স্বাস্থ্যকমীসহ আরো তিন জনের দেহে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত ১২টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা মোট ৪৫টি রিপোর্টের মধ্যে ৩টি পজিটিভ এবং ৪২টি নেগেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার আসা রিপোর্টে নতুন করে শনাক্ত তিন করোনা রোগির একজন রাঙামাটি শহরের এবং বাকি দুই জন নানিয়ারচর ও কাউখালী উপজেলার। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের স্থানীয় বেসরকারি হাসপাতাল অ্যালায়েন্স হাসপাতালের কর্মী।

তিনি আরো জানান, এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট শনাক্তের সংখ্যা ৪৬। এদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া চারজন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

প্রসঙ্গত, এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা শনাক্ত হন ৪ জন। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন, ১৪ মে ১১ জন , ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে ৩ জন শনাক্ত হলো করোনায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh