ঈদে ৫ দিন বন্ধ থাকবে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০, ০৭:৪০ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরে পাঁচদিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের দিন ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক বিতান ও শপিং মল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর দোকান মালিক সমিতির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ঈদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ মেনে যথানিয়মে প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

সংগঠনের সভাপতি তৌফিক আহসান বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাই ঘরে বসে ঈদুল ফিতর পালন করুন।

এ সময় দোকান মালিক, ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রতিষ্ঠান বন্ধকালীন সময় দুর্ঘটনা এড়াতে প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বন্ধ রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh