অভিনেত্রী রেশমা মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ মে ২০২০, ১০:৫৫ এএম | আপডেট: ২১ মে ২০২০, ১০:৫৮ এএম

বার্ধক্যজনিত কারণে বর্ষীয়ান অভিনেত্রী ও নির্দেশক আজমেরি জামান রেশমা (৮২) মারা গেছেন। 

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

রেশমার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে রাহবার খান ও পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু। তাকে মানিকগঞ্জের সিংগাইরে সমাহিত করা হয়েছে।

বৈচিত্র্যময় ক্যারিয়ারের অধিকারী রেশমা স্বাধীনতার আগে ও পরে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। এছাড়াও টেলিভিশনে উপস্থাপক ও সংবাদ পাঠিকা হিসেবেও তার খ্যাতি ছিলো।

১৯৬০ সালে রেশমা রেডিওতে ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই দশকে ‘জি না ভি মুশকিল’ ছবির মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন। 

তার উল্লেখযোগ্য বাংলা ও উর্দু ছবির মধ্যে রয়েছে ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘মেঘের পরে মেঘ’, ‘নয়ন তারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য ওঠার আগে’, ‘শেষ উত্তর’ প্রভৃতি।

তিনি দীর্ঘদিন মঞ্চে শিল্পনির্দেশকের কাজ করেছেন। ষাটের দশকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সঙ্গে। স্বাধীন বাংলাদেশেও মঞ্চে নির্দেশনা দিয়েছেন।

আজমেরি জামান রেশমার জন্ম মুন্সিগঞ্জে। তার ছোট বোন নাজমা আনোয়ার ও ভাগনি ইশরাত নিশাতও ছিলেন অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনে বেশকিছু নাটকে অভিনয়ের জন্য রেশমা ব্যাপকভাবে প্রশংসিত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh