সৌদিতে করোনায় শতাধিক বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৮:৪৬ এএম | আপডেট: ১৯ মে ২০২০, ০৮:৪৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১০৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। 

এছাড়া আরো তিন হাজার ৭০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

দূতাবাসের এক কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যায় গত ২৪ মার্চ।

নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের এক কর্মকর্তা।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৩৪৫ জন আর এ পর্যন্ত মারা গেছে ৩২০ জন। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh