এমন মৃত্যু কারো কাম্য নয়

শাফি আহমেদ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১০:১২ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২০, ১০:১৩ এএম

এমন মৃত্যু কারো কাম্য হতে পারে না। অসহায় মানব জাতি! অসুস্থতা বাড়লে মৃত ওই কর্মকর্তা গতকাল সকালে নিজেই হেঁটে হেঁটে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নেয়। রাত ১০টার দিকে তিনি তার স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। এসময় তিনি বেশ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটিও করেছেন। তার স্ত্রীকে বলেছেন, আমাকে তো এরা ভর্তি করিয়ে নিলো। পরে ভোরের দিকে জানানো হয় তিনি মারা গেছেন।

তবে তার মরদেহ দেখা কিংবা দাফনের জন্য পরিবারের কাউকে কিছুই বলা হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, ‘বলা হয়েছে, মরদেহ স্বাস্থ্য বিধি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর তালতলা কবরস্থানে দাফন করেছে। ’করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন তরুণ ব্যাংকারের মৃত্যু হয়েছে। তার নাম মুজতবা শাহরিয়ার (রনি)।

লেখাটি শাফি আহমেদের ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh