নাটোরে করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:১১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুকুমার মন্ডল (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

গতকাল রবিবার (২০ এপ্রিল) রাত ২টার দিকে ওই ভ্যানচালক মারা যান। তিনি উপজেলার নওশেরা (আরাজিমারিয়) এলাকার বিনয় চন্দ্র মন্ডলের ছেলে। 

মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত ছিলেন সুকুমার। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। হঠাৎ রাতে অবস্থার অবনতি হয় ও হাসপাতালে নেবার পথেই তিনি মারা যান। এছাড়া দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রতন কুমার সাহা জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কোনো রোগীর সরকারি নির্দেশনায় যা যা আছে সবই আমরা করবো। আমাদের মেডেকেল টিম কাজ শুরু করেছে। আমরা আপাতত পরিবারটিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি। আর নমুনার ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল  বলেন, যেহেতু উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। তাই আমরা তার নমুনা সংগ্রহ করবো ও পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই বাসাসহ আশপাশের বাসা লকডাউন থাকবে এবং একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির যেভাবে শেষকৃত্য করা হয় তাই করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh