বাংলা ফন্ট চালু করলো জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে কম্পিউটার কিবোর্ডের জন্য একটি বাংলা ফন্ট চালু করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। 

এছাড়াও বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্টের (২০১৯) সার সংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এই ফন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

ইউএনডিপি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্টটি তৈরি করা হয়েছে। ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট থেকে সবাই তা ডাউনলোড করতে পারবেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh