বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বছরে প্রয়োজন ৬০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ পিএম

বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার চেষ্টা করছে বাংলাদেশ। তবে তার জন্য বিপুল পরিমাণ অর্থ দিতে হবে বাংলাদেশকে।

এজন্য বছরে ৬০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনের-২০১৯ বাংলা সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে এনজিও, আন্তর্জাতিক সংস্থা এবং সরকার পর্যায়ের সাহায্য প্রয়োজন। জিডিপির উন্নয়ন হলেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে এখনো বৈষম্য আছে।

দেশের তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করতে ইউএনডিপিকে সহায়তা করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। 

আবদুল মোমেন বলেন, দেশের মোট জনসংখ্যার ৪৯ শতাংশই তরুণ। দেশকে এগিয়ে নেয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh