জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহান নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ইনসেটে জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ইনসেটে জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাজ ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠান দেখার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন। 

উপজেলার হোসেনাবাদ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনের তৈরি স্টিয়ারিং গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহান ও রাজ গুরুতর আহত হন। তাদের প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত গোলরক্ষক সোহানুর রহমান উপজেলার ফিলিপনগর চর বাহিরমাদিয়া গ্রামের কালু মিস্ত্রির ছেলে।  

এদিকে, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে সোহানুর রহমান সোহান জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক বলে জানতে পেরেছি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh