‘সন্তানদের বঞ্চিত করছি জীবন সঞ্জীবনী মাতৃদুগ্ধ থেকে’

সায়েমা খাতুন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ পিএম

কেন আমাদের সন্তানদের বাংলার রসে সিক্ত করা দরকার, সেটা দিনে দিনে দুর্বোধ্য হয়ে পড়েছে। সন্তানদের আমরা বঞ্চিত করছি জীবন সঞ্জীবনী মাতৃদুগ্ধ থেকে। বাংলা স্কুল, বাংলা গান-নাটক-চলচ্চিত্র, বাংলা সাহিত্য, বাংলা ভাষার কড়িবর্গার উপর তৈরি গৃহে এই জাতি বাস করবে, সেটা যেন অস্পষ্ট হয়ে যেতে চলেছে? সুদূর আমেরিকার উইস্কন্সিনে আমরা বাচ্চাদের সুকুমার রায়ের "অবাক জলপান" নাটক করিয়েছি গতবারের একুশে ফেব্রুয়ারিতে। 

ফেব্রুয়ারি মাসভিত্তিক বাংলা চর্চা আমাদের কিছু দিতে পারছে না। ভাষার জন্যে অবকাঠামো তৈরি না করলে আমাদের সন্তানদের না শেখালে আমরাই কি একদিন হারিয়ে যাব না? 

বাংলা ভাষা নিয়ে কাজ করবার জন্যে বাংলা একাডেমির পাশাপাশি আরো প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার। বাংলায় শ্রেষ্ঠ সাহিত্যগুলো বিদেশি ভাষায় অনুবাদ করে বিশ্বের কাছে পরিচিত করে তোলা দরকার। কিন্তু কোনো কাজেই তেমন ধারাবাহিকতা নেই।

লেখাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েমা খাতুনের ফেসবুক থেকে নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh