ইতিহাসে ২১ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৭ পিএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) - বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশ গুলি বর্ষণ করে। শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।

১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

২০০০-বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

জন্ম

১৮১৫ - ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া জন্মগ্রহণ করেন। 

১৯৩০ - বাঙালি গীতিকার গোবিন্দ হালদার জন্মগ্রহণ করেন। 

১৯৬১ - নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৬৭৭ - ওলন্দাজ দার্শনিক বারুক স্পিনোজা মৃত্যুবরণ করেন।

১৯৬৮ - অস্ট্রেলিয়ার নোবেল বিজয়ী জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh