মারজুক রাসেলের কবিতা পড়তে চান কবীর সুমন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩০ পিএম

কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের আরো কবিতা পড়তে চান এ যুগের ‘রবীন্দ্রনাথ’খ্যাত গায়ক কবীর সুমন।

এবছরের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মারজুক রাসেলের কবিতার বই ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’, যেটিকে তিনি বলছেন ‘গ-নির্বাচিত কবিতার বই’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। নিয়মিত কবিতা লিখলেও বিগত ১৫ বছরে নতুন কোনো বই প্রকাশিত হয়নি তার। তবে গত শতকের নব্বই দশকে আবির্ভূত এই কবির পূর্বপ্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি। 

কবিতার বই আর ভক্তদের ঢলের কারণে বইমেলা ছাপিয়ে মারজুক রাসেল নামটি এখন সব জায়গাতেই আলোচনার বিষয়। শুধু তাই নয় মারজুককে নিয়ে মেতে উঠেছেন কলকাতার কবিতাপ্রেমীরারাও। 

এখানেও কথা শেষ হলেও বিষয় ছিলো। বিখ্যাত গায়ক কবীর সুমন কলকাতায় বসেই মারজুকের কবিতা ভীষণ পছন্দ করেছেন বলে জানান।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মারজুক রাসেলের 'অল্টারনেটিভ' কবিতাটি শেয়ার দিয়ে কবীর সুমন লিখেছেন, এমন কবিতার মত কবিতা বাংলা ভাষায় স্বাগতা দাশগুপ্তর 'আপনার আপনার' এর পর পড়িনি। মারজুক রাসেলের আরোভ কবিতা পড়তে চাই।

কবীর সুমনের পোস্টের নিচে একাধিক মন্তব্যে পশ্চিমবঙ্গের কবিতাপ্রেমীরা তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। কবীর সুমন যে কবিতাটি শেয়ার করেছেন, সেটিও একজন কবিতাপ্রেমী পোস্ট করেছিলেন।

অমর একুশে গ্রন্থমেলায় মারজুক রাসেল হইচই ফেলে দিয়েছেন। বইমেলায় মারজুক রাসেলের এক ইউনিটের স্টলের সামনে তিন-চার হাজার মানুষের ভিড়। 

মারজুক রাসেলের ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’ ও ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’ দেদারসে বিক্রি হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh