বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে জ্যোতিকা জ্যোতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৪ পিএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৫ পিএম

জ্যোতিকা জ্যোতি।

জ্যোতিকা জ্যোতি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এই সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি।

সিনেমার শুটিং শুরু হবে ১৭ মার্চ থেকে। ২০২১ সালের ১৭ মার্চের আগেই ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে।

জানা গেছে, বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীই প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। খবরটি আগেই প্রকাশ হয়েছে। স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যোতিকা জ্যোতি।

এ বিষয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, 'খবর একদম মিথ্যা নয়, আবার চূড়ান্তও কিছু নয়। কারণ সিনেমাটিতে বেগম মুজিবের চরিত্রে অভিনয় করার ব্যাপারে আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কোনো চুক্তি হয়নি। আমি মুখিয়ে আছি কাজটি করার জন্য। এখন দেখা যাক কি হয়।'

এদিকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রের জন্য আগেই চূড়ান্ত হয়েছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। বায়োপিকে খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করার বিষয়ে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের। 

ছবিটি নির্মিত হচ্ছে বাংলা ভাষায়। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনোকিছুই চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন পরিচালক শ্যাম বেনেগাল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh