প্রকাশিত হচ্ছে পৃথ্বীরাজের শেষ গান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২ পিএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ মারা যাওয়ার আগে সর্বশেষ অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার দুটি গান তৈরি করছিলেন। এর মধ্যে একটি ছিল রবীন্দ্রসঙ্গীত ‘হৃদয়ের একুল ওকুল’

গানটি প্রকাশের উদ্যেগ নিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক। শিগগিরই ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে ‘‘হৃদয়ের একুল ওকুল’।

গানটির সংগীত পরিচালনাও করেছিলেন পৃথ্বীরাজ নিজে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে।

গানটির প্রকাশ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, আমার ছবিতে দুটি গান করে দেয়ার চুক্তি ছিলো পৃথ্বীরাজের। সেই মোতাবেক তিনি কাজও করছিলেন। দুটির মধ্যে একটি গান শেষ করে দ্বিতীয়টির কাজ ধরেছিলেন। তিনি মারা যাওয়ার আগের রাতেও আমার সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, কিন্তু হঠাৎ সব এলোমেলো করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুনী গানের মানুষ। আগামী মাসেই আমরা তার সর্বশেষ এই গানটি প্রকাশ করব। এ নিয়ে এখন কাজ করছি।’

ছবিটির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ ও অর্পন কর্মকার। এ ছবিতে ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

পৃথ্বীরাজ না ফেরার দেশে পাড়ি জমান গত বছরের ১৫ ডিসেম্বর। ক্লোজ আপ ওয়ান দিয়ে আলোচনায় আসা পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশিত হয় ২০১১ সালে। এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ পৃথ্বীরাজ ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামে একটি গানের স্কুলও চালাতেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh