দূর করুন কনুইয়ের দাগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ এএম

ছবি: বিদেশি ওয়েবসাইট।

ছবি: বিদেশি ওয়েবসাইট।

চেহারার উজ্জ্বলতা নিয়ে সবাই বেশ সচেতন। তবে ঘাড়, কনুইয়ের উজ্জ্বলতা নিয়ে অনেকেই ভাবে না। দেখা যায়, যত্নহীন থেকে ঘাড় ও কনুই অধিক শুষ্ক ও কালো হয়ে যায়। 

তাই যত্ন বাড়ানো জরুরি। আর কোনো বাড়তি খরচ ছাড়া, ঘরে বসেই কনুইয়ের যত্ন নেয়া যায়।

যেভাবে ঘরেই কনুইয়ের যত্ন নেবেন 

চিনি ও লেবু

চিনি ও লেবু স্ক্রাবার হিসেবে কাজ করে। লেবু কালো দাগ দূর করে। কনুইয়ের দাগ দূর করতেও ভূমিকা রাখে এটি। পানিতে এক চামচ চিনি মিশিয়ে খানিকটা ফুটিয়ে নিন। চিনি গলে পানিতে মিশে যাওয়ার পর মিশ্রণটি ঠান্ডা করুন। 

এবার অর্ধেক লেবুর গায়ে অর্ধেক চিনির রস মাখিয়ে কালো দাগের উপর লেবুটা ঘষতে থাকুন। মিনিট দশেক পর ভালো করে ধুয়ে নিন।

দই, বেসন ও লেবু

রূপচর্চায় দই- বেসনের জুড়ি নেই। এগুলো উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এক চামচ টকদই, এক চামচ বেসন ভালো করে মিশিয়ে তার উপর গোটা একটি পাতিলেবু চিপে একটি প্যাক তৈরি করুন। 

এই প্যাক পাঁচ মিনিট কনুইয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

অলিভ অয়েল ও চিনির রস

অলিভ অয়েল ত্বককে নরম ও দাগমুক্ত রাখে। এক চামচ অলিভ অয়েল এবং আধা চামচ চিনির রস মিশিয়ে কনুইয়ের উপর লাগিয়ে রাখুন। দশ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh