কোমল হাত পেতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ এএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শীত এলে অনেকের হাতের ত্বক খুব অমসৃণ ও খসখসে হয়ে যায়। তখন নির্জীব ত্বক নিয়ে বাইরে গেলেও অস্বস্তি হয়। তাই শীতে ত্বকের চাই বাড়তি যত্ন। 

ত্বকের কোমলতা তথা শীতে কোমল হাত পেতে যেসব ঘরোয়া উপায় অনুসরণ করবেন তা হলো:

১. এক টেবিল চামচ দুধের সর বা মাখনে কয়েক ফোঁটা লেবুর রস ও গ্লিসারিন মেশান, তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’হাতে সেটা ঘষে ঘষে মাখুন।

২. ত্বককে আকর্ষণীয় করার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে হাত ও আঙুলগুলো বাদাম তেল দিয়ে মালিশ করুন।

৩. খসখসে হাতের জন্য এক চা চামচ চিনি ও লেবুর রস নিন। তারপর দু’হাতের তালুতে নিয়ে ঘষতে থাকুন যতক্ষণ না চিনি গলে যায়। এরপর ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন।

৪. গ্লিসারিনের সঙ্গে গোলাপ পানি মিশিয়ে কটন উল সোয়াব দিয়ে তা দু’হাতে ঘষুন। দেখবেন ত্বক কেমন চমৎকারভাবে পরিষ্কার হয়।

৫. যদি আপনার ত্বক গরম পানি, সোডা, কাপড়কাচা সাবান বা ডিটারজেন্টের জন্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে হাত ধোবেন, এতে ভালো ফল পাবেন।

৬. যদি আপনার ত্বক খুব শুষ্ক হয় তাহলে ভ্যাসলিনের সঙ্গে কার্বোলিক এসিড মিশিয়ে দু’হাতে ঘষুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh