লবণ গুজবে পুলিশকে মাঠে নামার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:২২ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ১০:৪৩ এএম

লবণ নিয়ে যাতে কেউ কারসাজি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশের পুলিশ সদস্যদের মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দফতর ও ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়।

লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর পরই এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। 

এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের ওয়ারলেসে নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে সব থানা এবং সারা দেশে পুলিশ গুজব নিয়ন্ত্রণে মাঠে নেমেছে। দোকানে তল্লাসি চালাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh