ঢাকা আসছেন বান কি মুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৩ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৫ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকা আসছেন। জাতিসংঘে দায়িত্ব পালন শেষে এটা হবে এ বছর তার দ্বিতীয়বার বাংলাদেশ সফর। 

এবার তিনি আসছেন ব্র্যাক ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তনে যোগ দিতে। এই সমাবর্তন শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খবর ইউএনবি। 

খবরে আরো বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বান কি মুন। শনিবার তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ওই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও। 

এদিন বাংলাদেশ সময় সকাল ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই সাবেক মহাসচিব। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে গত জুলাইয়ে তিনি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’-এ যোগ দিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh