ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১২:২৬ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০২:১০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। 

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত করে সংশোধনসহ নয় দফা দাবিতে তারা এই কর্মসূচি দিল।

রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে  সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। 

সংবাদ সম্মেলনে ঐক্যপরিষদ নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা ​সংশোধন করা দাবি জানায়। এর মধ্যে সড়ক দুর্ঘটনার মামলায় চালকের বিরুদ্ধে অজামিনযোগ্য শাস্তির ধারা পরিবর্তন করে জামিনযোগ্য করা, চালকের ভারী লাইসেন্স পাওয়া সহজলভ্য করা অন্যতম।

সংগঠনটি বলেছে, নতুন আইনে ট্রাক-কাভার্ডভ্যান চালকরা গাড়ি চালাবেন না। কিছু হলেই জরিমানা করা হবে ২৫ হাজার টাকা, আছে মামলা। এর ওপর আবার চালকের লাইসেন্সের ওপর পয়েন্ট কাটা হবে। এসব কারণে চালকরা আর গাড়ি চালাবেন না।

এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব তাজুল ইসলামসহ মালিক শ্রমিক নেতারা। 

একই দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh