বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১২:১৬ পিএম

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফিন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুইদিনব্যাপি এই কর্মশালা গত রবিবার (১৭ নভেম্বর) শেষ হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সদস্য সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল । এ সময় আরো উপস্থিত ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এনসিসি ব্যাংকের পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম ও বিএবির উর্ধ্বতন কর্মকর্তারা। 

কর্মশালায় বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh