অধ্যক্ষকে পুকুরে ফেলার মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার আরো ৪

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১১:৩৯ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ  প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশের স্পেশাল টিম।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামী সালমান ওরফে টনি। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।  

মহানগর ডিবি পুলিশের উপ কমিশনার আবু আহমেদ আল মামুন জানান, তারা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হবে।

অনুপস্থিতির কারণে পরীক্ষার ফরম পূরণ করতে না দেয়ায় নিজ কার্যালয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে অধ্যক্ষককে ক্যাম্পাসের ভেতরের পুকুরে ফেলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন অধ্যক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh