বাজিতপুরে পুকুরে বিষ, ২ লাখ মাছের মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১১:২৯ এএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মাছ চাষের পুকুরে বিষ দিয়ে দুই লাখ মাছ মারার অভিযোগ উঠেছে।

উপজেলার হিলচিয়া ইউনিয়নের বারইগ্রাম ও দেওচান্দি মৌজায় গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। 

মোহাম্মদ মিষ্টু মিয়া নয় একর জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তার মাছের ফিশারিতে কার্ফু, পাঙ্গাস, পুটি, তেলাপিয়া, রুই, মৃগেলসহ দেশীয় প্রজাতির প্রায় দুই লাখ মাছ ছিল।


বিষ্টু মিয়া বাদী হয়ে বিল্লাল মিয়া নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো তিনজনের নাম উল্লেখ করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh