ইতিহাসে ১৯ নভেম্বর: কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৫১ এএম

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী।

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৯ নভেম্বর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৮১৬ সালের এই দিনে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।

১৯৮২ সালের এই দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু। 

১৯৯০ সালের এই দিনে ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান। 

১৯৯৯ সালের এই দিনে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে। 

জন্ম

১৭১১ সালের এই দিনে রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ মিখাইল লোমোনোসভ জন্মগ্রহণ করেন।  

১৯১৭ সালের এই দিনে ভারতীয় রাজনীতিবিদ ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। 

১৯১৮ সালের এই দিনে ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।  

১৯২২ সালের এই দিনে ভারতের সংগীত পরিচালক সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন। 

১৯৫৩ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী জন্মগ্রহণ করেন।

১৯৬২ সালের এই দিনে মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক জোডি ফস্টার জন্মগ্রহণ করেন। 

১৯৭৫ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীর মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। 

২০০৭ সালের এই দিনে সাংবাদিক, সংগীতশিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন।  

দিবস

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh