ফাইভজি ফোন আনছে শাওমি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৭:২৫ পিএম

২০২০ সালে শাওমির ২৮৫ ডলার মূল্যের উপরের সব ফোনে ফাইভজি থাকবে। ফাইভজি প্রযুক্তি সম্বলিত অন্তত ১০টি মডেল ফোন আগামী বছরের প্রথমার্ধেই বাজারে আসবে।

স্মার্টফোন ব্র্যান্ড শাওমির প্রধান নির্বাহী লেই জুন এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ মাধ্যম আইএএনএস জানায়, বর্তমানে বাজরে শাওমির অল্প কিছু মডেল ফাইভজি সাপোর্ট করে। এর মধ্যে শাওমি এমআই মিক্স ৩ ও চারপাশে মোড়ানো শাওমি এমআই মিক্স আলফা উল্লেখযোগ্য।

তবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফাইভজি+এআইওটি স্ট্র্যাটেজি বাজারে এনেছে। মূলত এআইওটি অর্থাৎ, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস’ সেবাটির গ্রহণযোগ্যতা এবং উৎকর্ষ বাড়ানোর জন্যই প্রযুক্তিটি এখন বাজারে আনা।

এদিকে ‘ইন্টারনেট অফ থিং’ (আইওটি) প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছে ১৯ কোটি ৬০ লাখ ডিভাইস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh