পানির নিচে ভেনিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০১:৩৭ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৩:০৩ পিএম

ইতালির অন্যতম সেরা পর্যটন নগরী ভেনিসে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ভেনিসকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।

অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই ভেনিস শহর। শত শত সেতু দ্বীপগুলোর মধ্যে সংযোগ রক্ষা করছে। পুরো শহর জুড়ে রয়েছে অনেকগুলো খাল, যেগুলো যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম।

তবে শহরটির ৮০% এলাকা গত সপ্তাহে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় মেয়র লুইগি ব্রুনারো সেখানে জরুরি অবস্থা আইন জারি করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh