রূপচর্চায় চালের গুঁড়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১২:২০ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ১০:০১ এএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অনুজ্জ্বল ও মরা চামড়ার ত্বক নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। বাজারে যেসব পণ্য পাওয়া যায় সেগুলো অনেকের ত্বকে মানায় না। ব্রণ বা পিম্পল ওঠে। ঘরোয়া উপায়ে অল্প সময়ে রূপচর্চা করতে পারেন। শুধুমাত্র চালের গুঁড়া দেবে সব সমস্যার সমাধান।

ভারতের লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে রূপচর্চায় চালের গুঁড়ার উপকারিতার কথা বলা হয়েছে। 

উপকারিতা

ক. এটি খসখসে ত্বকে এক্সফোলিয়েটরের কাজ করে। এর ফলে ত্বকের মরা কোষ ওঠে আসে। 

খ. ব্রণ, বলিরেখা দূর করতে সহায়তা করে। 

গ. ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। 

ঘ. ডার্ক সার্কেল কমায়। 

ঙ. সানট্যান থেকে রক্ষা করে।  

যেভাবে ব্যবহার করবেন

ব্রণ কমাতে 

উপাদান

ক. ১ টেবিল চামচ চালের গুঁড়া।  

খ. ১ চা চামচ অ্যালোভেরা জেল। 

গ. ১ চা চামচ মধু। 

ব্যবহারবিধি  

একটি পাত্রে চালের গুঁড়ো নিন। এতে অ্যালোভেরা জেল এবং মধু দিয়ে সবগুলো উপাদান ভালো করে মেশান। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 

ত্বক এক্সফোলিয়েটের জন্য

উপাদান 

ক. ১ টেবিল চামচ চালের গুঁড়া। 

খ. এক চিমটে বেকিং সোডা।  

গ. ১ চা চামচ মধু। 

ব্যবহারের পদ্ধতি

একটি পাত্রে চালের গুঁড়া নিন। এতে বেকিং সোডা এবং মধু ভালোভাবে মেশান। প্রায় ২-৩ মিনিট ধরে এই মিশ্রণটি আপনার মুখে আলতো করে ম্যাসাজ করুন। পরে ধুয়ে ফেলুন। 

ডার্ক সার্কেল দূর করতে

উপাদান 

ক) ১ টেবিল চামচ চালের গুঁড়ো 

খ) ১ টেবিল চামচ পিষে রাখা কলা 

গ) হাফ চা চামচ ক্যাস্টর অয়েল 

ব্যবহারের পদ্ধতি 

একটি পাত্রে চালের গুঁড়ো নিন। এতে পেষানো কলা দিয়ে ভালভাবে মেশান। এবার এতে ক্যাস্টর অয়েল দিয়ে সব উপাদানগুলো ভাল করে মেশান। মিশ্রণটি আপনার চোখের নিচের অংশে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh