ড্রোনচালকের অবস্থান জানা যাবে স্মার্টফোনে!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্মার্টফোন দিয়ে এডিটিং থেকে শুরু করে আরো জটিল অনেক কাজ করা যায়। এবার স্মার্টফোন দিয়েই জানা যাবে ড্রোনচালকের অবস্থান। আশেপাশে কোনো ড্রোন আছে কি না সেটি স্মার্টফোন দিয়ে শনাক্ত করার পদ্ধতি তৈরির কথা জানিয়েছে ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিজেআই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তৈরি সাধারণ একটি অ্যাপ ব্যবহার করে ড্রোন এবং তার চালকের অবস্থান জানা যাবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘ওয়াই-ফাই অ্যাওয়ার’ প্রোটোকল ব্যবহার করছে ডিজেআই। এই টেকনিকে ড্রোন মূলত নিজের তথ্য নিজেই সরবরাহ করে।

ডিজেআই বলছে, নিরাপত্তা হুমকি থেকে তাদের এই আবিষ্কার সাধারণ মানুষকে স্বস্তি দেবে। গোপনে কেউ নজরদারি করছে কি না, সেটি নিয়ে কোনো ভাবনা থাকবে না।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘ড্রোনের রেডিও রেঞ্জের ভেতর থেকে যে কেউ সাধারণ একটি অ্যাপ ব্যবহার করে সিগন্যাল পাবেন। সেটি কোথায় আছে, কেমন আচরণ করছে, গতি কত, কোন দিকে যাচ্ছে, কে চালাচ্ছে, ড্রোনের নম্বর কত-সব জানতে পারবেন।’

তবে এটি তখনই সম্ভব হবে, যখন রিমোট আইডেনটিফিকেশন ফাংশন আপডেট করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh