পেঁয়াজের যন্ত্রণা আর কতো সহ্য করবো?

লিয়াকত হোসেন খোকন

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯, ০৬:৫৪ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৬:৫৪ পিএম

কৃষি মন্ত্রণালয়ের কৃষি অধিদপ্তর যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ অন্যান্য দপ্তর পলি­ এলাকায় থাকলে আজ এ দেশের মানুষকে ১৩০-৪০ টাকা কেজি দরে পেঁয়াজ খেতে হতো না। আর আমাদেরও পেঁয়াজের যন্ত্রণা সহ্য করতে হতো না। আর কতো সহ্য করবো?

ঢাকার ফার্মগেটের ইট-পাথরের মধ্যে খামারবাড়িতে নেই একখণ্ড জমি, সেখানে কৃষি খামারবাড়ি থাকার যৌক্তিকতা কতটুকু? তাঁদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। সুতরাং খামারবাড়ি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে। অতঃপর খামারবাড়ির নাম পালটে সেখানে সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো ভাড়া বাড়িতে রয়েছে অর্থাৎ অর্থ সাশ্রয় করার জন্য সেখানে স্থানান্তর করা জরুরি বলে মনে করি। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন
ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh