চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা থেকে রবিবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  

চট্টগ্রাম বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিকাল ৩টার পর চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাই বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। পরিস্থিতি বুঝে এটি আরো বাড়তেও পারে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh