জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০১:০৭ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ০৯:২৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১১ নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এদিনের পরীক্ষা করে নেয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘সে সময়সূচি পরে জানানো হবে।’

সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে শনিবারের জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। সূচি অনুযায়ী, ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে উপকূলজুড়ে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh