চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:২৮ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ১১:০৯ এএম

চিত্রশিল্পী কালিদাস কর্মকার। ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী কালিদাস কর্মকার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। আজ শুক্রবার দুপুরে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গ্যালারি কসমসের এক্সিকিউটিভ আর্ট ডিরেক্টর সৌরভ চৌধুরী জানান, কালিদাস কর্মকার রাজধানীর ইস্কাটনের বাসায় দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে যান। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ২টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ বারডেম হাসপাতালে রাখা আছে। দুই মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর তার শেষকৃত্য করা হবে।

১৯৪৬ সালের ১০ জানুয়ারি ফরিদপুরে জন্ম নেয়া কালিদাস ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে স্নাতক ডিগ্রি নেন। তার আগে তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করেন।

শিল্প ক্ষেত্রে অবদানের জন্য বরেণ্য এ চিত্রশিল্পী দেশে-বিদেশে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কাজ নিয়ে ঢাকা এবং যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ইরান ও হংকংসহ অনেক দেশে একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh