চার্জ লাইটের ভেতরে মিললো ১৫ কেজি স্বর্ণ

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১২:৩৭ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ১২:৪২ পিএম

শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে চার্জ লাইটের ভেতরে লুকানো অবস্থায় ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১৩০টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় মো. জয়নাল নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh