সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৩৫ ওমরাহযাত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৪১ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ০৩:৩৩ পিএম

সৌদি আরবে দুর্ঘটনায় বাসে আগুন ধরে যায়। ছবি: টুইটার

সৌদি আরবে দুর্ঘটনায় বাসে আগুন ধরে যায়। ছবি: টুইটার

সৌদি আরবের মদিনা প্রদেশে ওমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ও আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন। তারা সবাই এশিয়া ও আরবের বিভিন্ন অঞ্চলের নাগরিক এবং তারা সবাই ওমরাহযাত্রী ছিলেন। 

তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা জানা যায়নি।

বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই সৌদি রেড ক্রিসেন্ট ও জরুরি সেবাদানকারী সংস্থা সেখানে যায়। পুলিশ জানায়, দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

মদিনার গর্ভনর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh