ইতিহাসে ১৬ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০২:০৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০২:৪৭ পিএম

কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৬ অক্টোবর কোথায় কী ঘটেছিল।   

ঘটনা 

১৯০৫ সালের এই দিনে বঙ্গভঙ্গ সংঘটিত হয়।

১৯৪৫ সালের এই দিনে কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯২৩ সালের এই দিনে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা হয়। 

জন্ম

১৯২৭ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার গুন্টার গ্রাস জন্মগ্রহণ করেন।  

১৯৪৮ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ হেমা মালিনী জন্মগ্রহণ করেন।  

১৯৫৬ সালের এই দিনে বাংলাদেশি কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। 

১৮৫৪ সালের এই দিনে আইরিশ কবি ও লেখক অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেন।  

মৃত্যু

১৯৫১ সালের এই দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা লিয়াকত আলি খান মৃত্যুবরণ করেন। 

২০০৩ সালের এই দিনে তুর্কি চিত্রশিল্পী আভনি আরবাস মারা যান। 

২০০৫ সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী উরসুলা হওেলস মৃত্যুবরণ করেন। 

ছুটি ও অন্যান্য

আজ বিশ্ব খাদ্য দিবস ও 

বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস৷ 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh