ইতিহাসে ১৫ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১০:৪৯ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ১২:৩৯ পিএম

ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাস্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম

ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাস্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৫ অক্টোবর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা

১৮১৫ সালের এই দিনে  সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়ন-এর নির্বাসন জীবন শুরু হয়। 

১৯৮৬ সালের এই দিনে লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৩ সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান। 

জন্ম

খ্রিস্টপূর্ব ৭০ সালের এই দিনে প্রাচীন রোমান কবি পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো জন্মগ্রহণ করেন। 

১৯০৮ সালের এই দিনে মার্কিন অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথ জন্মগ্রহণ করেন। 

১৯২০ সালের এই দিনে মার্কিন কথা সাহিত্যিক মারিও পুজো জন্মগ্রহণ কর্বেন। 

১৯২৬ সালের এই দিনে ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালের এই দিনে ভারতীয় বিজ্ঞানী ও একাদশ রাস্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন।    

১৯৪০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান সার্জন পিটার সি. ডোহার্টি জন্মগ্রহণ করেন।  

মৃত্যু

১৯১৭ সালের এই দিনে ডাচ নৃত্য শিল্পী মাতা হারিকে প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড দেওয়া হয়য়।

১৯১৮ সালের এই দিনে ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির শিরডি সাই বাবার জন্ম হয়। 

২০১৮ সালের এই দিনে মার্কিন ব্যবসায়ী ও মাইক্রোসফট-এর সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন মৃত্যুবরণ করেন।  

দিবস

আজ বিশ্ব হাতধোয়া দিবস, 

বিশ্ব গ্রামীণ নারী দিবস,

বিশ্ব স্তন ক্যান্সার প্রতিরোধ দিবস ও

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh