ইতিহাসে ১৪ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১২:৩৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০১:২০ পিএম

বীরাঙ্গনা রমা চৌধুরী।

বীরাঙ্গনা রমা চৌধুরী।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৪ অক্টোবর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা

১৮৮২ সালের এই দিনে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯২৬ সালের এই দিনে অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।

১৯৫৬ সালের এই দিনে বাবাসাহেব আম্বেদকর তাঁর ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 

জন্ম

১৮৯০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার জন্মগ্রহণ করেন। 

১৮৯৩ সালের এই দিনে মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা লিলিয়ান গিশ জন্মগ্রহণ করেন। 

১৯২৭ সালের এই দিনে বৃটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল এবং অভিনেতা রজার মুর জন্মগ্রহণ করেন। 

১৯৪১ সালের এই দিনে বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা রমা চৌধুরী জন্মগ্রহণ করেন। 

১৯৭১ সালের এই দিনে ইংরেজ ফুটবলার অ্যান্ডি কোল জন্মগ্রহণ করেন। 

১৯৮১ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটার, আই সি সি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী গৌতম গম্ভীর জন্মগ্রহণ করেন। 

১৯৮৮ সালের এই দিনে অস্ট্রেলীয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জন্মগ্রহণ করেন। 

১৯৯১ সালের এই দিনে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী জান্নাতুল ফেরদৌস পিয়া জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৪৩ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার জিমি ম্যাথুজ মৃত্যুবরণ  করেন। 

১৯৮৩ সালের এই দিনে বাঙালি নাট্যকার এবং অভিনেতা অজিতেশ বন্দোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 

দিবস

আজ বিশ্ব মান দিবস। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh