ইতিহাসে ১৩ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৩:৪৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০৫:৩২ পিএম

এই দিনে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ফাইল ছবি

এই দিনে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ফাইল ছবি

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১৩ অক্টোবর কোথায় কী ঘটেছিল। 

ঘটনা 

২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়। 

২০০৬ সালের এই দিনে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।  

জন্ম

১৯১১ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার জন্মগ্রহণ করেন। 

১৯২৫ সালের এই দিনে লৌহমানবী হিসেবে খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেচার জন্মগ্রহণ করেন।

১৯৩৮ সালের এই দিনে ইংরেজ সাংবাদিক ও লেখক হুগো ইয়াং জন্মগ্রহণ করেন। 

১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলি খান জন্মগ্রহণ করেন। 

১৯৯৪ সালের এই দিনে বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার লিটন দাস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৬৪ সালের এই দিনে কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতর্থী মারা যান। 

১৯৬৪ সালের এই দিনে পূর্ব পাকিস্তানি বাঙালি কবি গোলাম মোস্তফা মারা যান। 

১৯৭১ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খান মারা যান।

১৯৮৭ সালের এই দিনে বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক কিশোর কুমার মৃত্যুবরণ করেন। 

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস মৃত্যুবরণ করেন। 

২০০২ সালের এই দিনে বাঙালি মহিয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্রের মৃত্যু হয়।  

দিবস

আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh