ইতিহাসে ১২ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ১১:৩৬ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১২ অক্টোবর কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৪৯২ সালের এই দিনে পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে (ওয়েস্ট ইন্ডিজ) পৌঁছান, আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ।  

১৯৬৪ সালের এই দিনে তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কন্সতান্তিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ নভোযান ভস্তক-২৪ এ মহাশূন্যে পাড়ি দেন। তারা ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূপৃষ্ঠে অবতরণ করেন।

জন্ম

১৮৬৪ সালের এই দিনে বাঙালি কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন। 

১৯২৪ সালের এই দিনে রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 

১৯৫৫ সালের এই দিনে বাংলাদেশি লেখক হরিশংকর জলদাস জন্মগ্রহণ করেন। 

১৯৬০ সালের এই দিনে বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপী আখন্দ জন্মগ্রহণ করেন। 

২০০০ সালের এই দিনে সর্বকনিষ্ঠ বিশিষ্ট মহাকাশ চিন্তাবিদ ও গবেষক সরদার মোহাম্মদ আব্দুল আহাদ জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৬৮ সালের এই দিনে ইরানের মিনিয়েচার শিল্পের অন্যতম স্থপতি হোসেইন বেহজাদ মারা যান।

১৯৮১ সালের এই দিনে ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 

ছুটি ও অন্যান্য 

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস ও

বিশ্ব চক্ষু দিবস পালিত হচ্ছে। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh