ইতিহাসে ১১ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ১০:১৯ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ১০:১৯ এএম

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১১ অক্টোবর কোথায় কী ঘটেছিল। 

ঘটনা  

১৯৫৭ সালের এই দিনে প্রধানমন্ত্রীর পদ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।

১৯৬২ সালের এই দিনে চীন-ভারত যুদ্ধ শুরু হয়।

জন্ম

১৮৭১ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ জন্মগ্রহণ করেন। 

১৯২১ সালের এই দিনে বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন।

১৯৪২ সালের এই দিনে বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেন। 

১৮৮৫ সালের এই দিনে নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৯১ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী মৃত্যুবরণ করেন। 

২০০৭ সালের এই দিনে বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সংগীতজ্ঞ শ্রী চিন্ময় মৃত্যুবরণ করেন।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh