ইতিহাসে ১০ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১১:৪৩ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ০৩:২১ পিএম

কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১০ অক্টোবর কোথায় কী ঘটেছিল।   

ঘটনা

১৯৪২ সালের এই দিনে কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন। 

১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়। 

জন্ম

১৮১৩ সালের এই দিনে ইতালীয় সুরকার জুসেপ্পে ভের্দির জন্ম হয়।  

১৯১২ সালের এই দিনে বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি জন্মগ্রহণ করেন। 

১৯১৬ সালের এই দিনে ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক সমর সেন জন্মগ্রহণ করেন। 

১৯৩৫ সালের এই দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা খলিল আল-ওয়াজির জন্মগ্রহণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে বাংলাদেশের মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা সিরাজুল ইসলাম জন্মগ্রহণ করেন।   

মৃত্যু

১৯৭১ সালের এই দিনে বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন। 

১৯৮৩ সালের এই দিনে ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা রাফ রিচার্ডসন মারা যান।

২০০০ সালের এই দিনে শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ সিরিমাভো বন্দরনায়েকে মৃত্যুবরণ করেন।  

২০০৪ সালের এই দিনে মার্কিন চলচ্চিত্র অভিনেতা ক্রিস্টোফার রীভ মারা যান।

২০১১ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং মৃত্যুবরণ করেন।

দিবস

আজ আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস,

স্তন ক্যান্সার সচেতনতা দিবস ও

আন্তর্জাতিক মৃত্যুদন্ড বিরোধী দিবস পালিত হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh