ইতিহাসে ৮ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ১০:০৩ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ১০:৩৪ এএম

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ।

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৮ অক্টোবর কোথায় কী ঘটেছিল।   

ঘটনা

১২৫৬ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৬২ সালের এই দিনে আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৯১ সালের এই দিনে স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

জন্ম

১৮২২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ্ জন্মগ্রহণ করেন। 

১৮৬২ সালের এই দিনে প্রখ্যাত সুরকার উস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন।

১৮৯২ সালের এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত জন্মগ্রহণ করেন। 

১৯২৮ সালের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার ডিডি জন্মগ্রহণ করেন।

১৯৬৫ সালের এই দিনে আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক জগলুল হায়দার জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৬৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন পিয়ের্স মারা যান। 

১৯৯৮ সালের এই দিনে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম মৃত্যুবরণ করেন। 

২০১১ সালের এই দিনে মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি মৃত্যুবরণ করেন। 

২০১২ সালের এই দিনে বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার বিদিত লাল দাস মারা যান।

২০১৪ সালের এই দিনে ভাষা সৈনিক আব্দুল মতিন মারা যান। 

ছুটি ও অন্যান্য

আজ 

বিশ্ব দৃষ্টি দিবস এবং  

প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস পালিত হচ্ছে৷ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh