তুমি আমার দেহের কোরআন, সত্যতারই আজান

রকিব লিখন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আমার বুকের জমিনে তর্জনি রেখে বলো 'ভালোবাসি'

বিশুদ্ধ ভায়োলিনে বাজুক রোদ ভেজা পড়ন্ত বিকেল

অশুদ্ধ শব্দচারী হয়ে উঠুক দুর্মর কবিতার নিস্বান সুর

বিষণ্ণ ক্যাকটাসে ফুটুক রবীন্দ্র সঙ্গীতের উদ্দাম মেঘ

 

ভোর ভোর চোখ তুলে অবাক পৃথিবী দেখুক তোমায়

নীল আর আবীরের ব্যবধানে তোমার রূপের থান

আধবোলা শিশুর মতো বোলবোলে বলুক পৃথিবী

আমিও মাঝি হবো তোমার সুর আর ক্রন্দরের গীতে

 

তখনো আমি নাবিক; তুমি শুধু বিশুদ্ধ কর তর্জনি

বুকে রেখে একবার বল ঘুম ভাঙ্গা পৃথিবী শুনুক

আজানের সুরের মতন বিশুদ্ধ প্রতীকী উচ্চারণে  

তর্জনি রেখে আমার হিম ধরা বুকে "ভালোবাসি"

 

ভায়োলিন থেকে হ্যামোলিন হয়ে বিশুদ্ধ কোরাসে

বাতাসের গুঞ্জরণে সমর সঙ্গীতে জাগাবো পিয়াসি সুর

বিশ্বলোক মন্থিত হবে দৃঢ় উচ্চারণের তিয়াসি গানে

"তুমি আমার দেহের কুরআন, সত্যতারই আজান"। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh