ডেঙ্গু জ্বরে খুলনায় একজনের মৃত্যু

প্রতিনিধি, খুলনা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

রহিমা সাতক্ষীরা জেলার তালা উপজেলার আজরাইল গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রহিমাকে সোমবার বিকেলে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে নতুন রোগী ১৮ জন। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh