ইউএস ওপেন জিতলেন নাদাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ এএম

ক্যারিয়ারে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে রাফায়েল নাদালের উচ্ছ্বাস। ছবি: গার্ডিয়ান

ক্যারিয়ারে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে রাফায়েল নাদালের উচ্ছ্বাস। ছবি: গার্ডিয়ান

তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে এবারের ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয় করেছেন স্পেনের রাফায়েল নাদাল। এটি তাঁর ক্যারিয়ারে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিত ফাইনালে পুরো পাঁচ সেটের লড়াই শেষে মেদভেদেভকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে হারান দ্বিতীয় বাছাই নাদাল। এ জন্য ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে লড়তে হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা।

এই জয়ে পুরুষ এককে সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইজারল্যান্ডের রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানোর আরো কাছে চলে এসেছেন নাদাল। 

চতুর্থবারের মতো ইউএস ওপেন জেতা স্পেনের এই তারকা খেলোয়াড় বলেন, ‘এটা আমার টেনিস ক্যারিয়ারে অন্যতম সেরা একটি আবেগের রাত। রোমাঞ্চকর একটি ফাইনাল হয়েছে। এটা ছিল উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ।’

হেরে গেলেও নাদালকে অভিনন্দন জানিয়ে মেদভেদেভ বলেন, ‘আমি রাফাকে অভিনন্দন জানাতে চাই। ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জেতা অবিশ্বাস্য একটি ব্যাপার, দারুণ কিছু।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh