আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪ পিএম

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানেরও ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তারপরও চট্টগ্রামে শনিবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা দু'দলের মর্যদার লড়াই। আফগান জুজু কাটানোর ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ব্যাট করতে নামা আফগানিস্তান দারুণ শুরু করে। এরপর আফিফ বোলিংয়ে এসেই তুলে নেন দুই উইকেট। পরে মুস্তাফিজ-সাকিবরা চেপে ধরেন তাদের। আফগানিস্তান ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে। 

এর আগে ঢাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ওই ম্যাচের দলে তাই তিন পরিবর্তন নিয়ে চট্টগ্রামে আসে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় সাকিবরা। এবার আবার আফগান চ্যালেঞ্জ টাইগারদের। জিম্বাবুয়ে অবশ্য শুক্রবারের ম্যাচে রশিদ খানদের হারিয়ে প্রমাণ করেছে কাজ খুব একটা কঠিন নয়।

বাংলাদেশ দলে এ ম্যাচে এসেছে এক পরিবর্তন। বাঁ-হাতে চোট পাওয়া আমিনুল ইসলাম নেই দলে। তার জায়গায় আবার দলে ফিরেছেন সাব্বির রহমান। বাংলাদেশ দলে তিন পেসারের সঙ্গে আছেন স্পিনার সাকিব আল হাসান। বাকি চার ওভার বোলিং তাই মাহমুদুল্লাহ-মোসাদ্দেক, আফিফদের করতে হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আসগর আফগান, করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh