ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

টস জিতে বোলিংয়ে টাইগাররা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মধ্যকার সর্বশেষ ম্যাচে আফগানিস্তানে বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় দু'দলের মধ্যকার খেলাটি শুরু হয়েছে।

তবে, দুই দলের কাছেই আজকের ম্যাচটা গুরুত্বহীন, নিয়মরক্ষার বটে। তবে বাংলাদেশের দিক থেকে এই ম্যাচের গুরুত্ব কম নয়। কারণ ত্রিদেশীয় সিরিজে প্রথম সাক্ষাতে আফগানদের কাছে ২৫ রানে হেরেছিল স্বাগতিকরা। ঘরের মাঠে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হেরে যাওয়ায় আফগানদের সামনে মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে বাংলাদেশ। ফাইনালের আগে মনোবল সঞ্চয়টা তাই জরুরি টাইগার শিবিরের জন্য। আবার আজ হেরে গেলে, টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে আফগানদের কাছে হারের লজ্জা সঙ্গী হবে বাংলাদেশের। যা ফাইনালের আগে সুখকর অভিজ্ঞতা হবে না বাংলাদেশের জন্য। সাকিবরাও হারের হতাশা ছাপিয়ে জয়ের সুবাস নিয়ে ফাইনালে যেতে চান। জয়ের অভ্যাসটা ধরে রাখতে চান। আগামী ২৪ সেপ্টেম্বরের ফাইনালের আগে নিজেদেরকে আরেকবার পরখ করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

এর আগে মিরপুরে আফগানিস্তানের কাছে পরাস্ত হয় বাংলাদেশ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে আফগানিস্তান। আফগানদের ১৬৫ রানের জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ঘরের মাঠে আফগানদের কাছে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী। 

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, ফরিদ মালিক, নাভিন উল হক।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh