কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবদল সভাপতি নিহত

প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৮ পিএম

কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবদল নেতা হাবিবুর রহমান নিহত হয়েছেন। ছবি: সাম্প্রতিক দেশকাল

কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবদল নেতা হাবিবুর রহমান নিহত হয়েছেন। ছবি: সাম্প্রতিক দেশকাল

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি মো. হাবিবুর রহমান রাসেল নিহত হয়েছে।

আজ শনিবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় কাভার্ডভ্যান হাবিবুরের মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনায় তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরভী আক্তার গুরুতর আহত হয়েছেন।

নিহত মো. হাবিবুর রহমান রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মো. আবদুল গফুরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মো. হাবিবুর রহমান রাসেলের দুই ছেলে-মেয়ে কিশোরগঞ্জ সদরের মাদ্রাসায় লেখাপড়া করে। সেজন্য তিনি কিশোরগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। অন্যদিকে স্ত্রী সুরভী আক্তার ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার  সকালে স্ত্রী সুরভী আক্তারকে নিয়ে রাসেল মোটর সাইকেলযোগে ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। এছাড়া গুরুতর আহত স্ত্রী সুরভী আক্তারকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, হাবিবুর রহমানের বাড়ি কটিয়াদী পৌর শহরের ভোগপাড়ায়। তাঁর স্ত্রী একই উপজেলার ঘাগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সকালে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে এই দম্পতি কটিয়াদীতে ফিরছিলেন। সকাল সাড়ে আটটার দিকে আচমিতা এলাকায় কিশোরগঞ্জগামী কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছু সময়ের মধ্যে হাবিবুরের মৃত্যু হয়। পরে সুরভি আক্তারকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh