দুর্নীতিতে নিমজ্জিত দেশ জনগণের জন্য ভয়ঙ্কর: ফখরুল

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল: সংগৃহীত

সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা মহানগর থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত সবখানেই তারা আজকে যে ভয়াবহ আকারে দুর্নীতিতে নিমজ্জিত, এটা দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর।’

আজ শনিবার সকালে ছাত্রদলের নতুন নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে পত্র-পত্রিকা, টেলিভিশনে যেভাবে এসেছে, এতে প্রমাণিত হয়ে গেছে যে, আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয়। তারা বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলছে। সামাজিক কাঠামো ভেঙে ফেলছে।’

ক্যাসিনো ব্যবসা বিএনপির আমলেই শুরু হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘ক্যাসিনো পত্র-পত্রিকায় কখন সামনে এসেছে? বিএনপির আমলে তো কখনও মিডিয়াতে আসেনি।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh