বরিশালে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পারভিন বেগম (৩৬) নামের এক গৃহবধূ শুক্রবার রাত ৯টার দিকে মারা যান।

পারভিন বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের কৃষক ফাইজুল হকের স্ত্রী। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ৩টার দিকে গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি হন। প্রচণ্ড শ্বাসকষ্ট ও রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন জানান, পারভিন শুক্রবার শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হোন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। হাসপাতালে আসার আগে থেকেই রোগীর শরীরের অবস্থা খুবই খারাপ ছিলো। একদম শেষ মুহুর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফলে অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।

এ পর্যন্ত গত দুই মাসে বরিশাল বিভাগের শিশুসহ বিভিন্ন বয়সের ২ হাজার ৩৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২৭২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন।

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নয়জনে দাড়িয়েছে। তবে সরকারি হিসেবে গত দুই মাসে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শিশুসহ ১৪ জন। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh