গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িতে থাকা ট্রাকে একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার শোনাশুরে শনিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনের উপপরিদর্শক আব্দুর রশিদ,  বিজন হাওলাদার (২৫), রাসেল (২৪) এবং কমল মণ্ডল(২৫)। আব্দুর রশিদ ছাড়া এদের সবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জানে আলম বলেন, ‘শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশ কোচ ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ১২ যাত্রী আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

তিনি আরো বলেন, ‘গুরুতর আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোপালগঞ্জ  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh